আর্কাইভ  রবিবার ● ৯ নভেম্বর ২০২৫ ● ২৫ কার্তিক ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন

১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন

লালমনিরহাটে আ'লীগ-জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

লালমনিরহাটে আ'লীগ-জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

আসছে হেরোইনের কাঁচামাল

আসছে হেরোইনের কাঁচামাল

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নীলফামারীর আসনে কারা হচ্ছেন এনসিপির সম্ভাব্যপ্রার্থী

শনিবার, ৮ নভেম্বর ২০২৫, রাত ১২:০০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো জোটে না গিয়ে এককভাবে সর্বাধিক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ৩০০ আসনে নবাগত এই দলটির কারা প্রার্থী হতে যাচ্ছেন তা এখনও অধরাই রয়ে গেছে। তবে চলতি মাসের ১৫ নভেম্বর বা মাসের শেষ সময়ের মধ্যেই আসনগুলোর দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে নির্ভরযোগ্যসুত্রে জানা গেছে।

উত্তরাঞ্চলের নীলফামারী জেলায় রয়েছে চারটি সংসদীয় আসন। এই আসনগুলোতে বিভিন্নদলের (বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণঅধিকার, এবিপার্টি ও গণসংহতি আন্দোলন) সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারনায় দাপিয়ে বেড়াচ্ছে মাঠঘাট প্রান্তর। করছেন সমাবেশ ও উঠান বৈঠক এবং দলীয় কর্মী সমাবেশ। প্রতিটি দল নিজস্ব কৌশল প্রয়োগ করে এগিয়ে যাচ্ছে প্রচার প্রচারনায়। সবদিক দিয়ে নীলফামারীর নির্বাচনী মাঠে হাড্ডাহাড্ডি অবস্থায় রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

সেদিক থেকে পিছিয়ে পড়ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্থানীয় ভাবে জানা গেছে দলের কেন্দ্রীয় কমিটির ঘোষনার অপেক্ষায় রয়েছে সম্ভাব্য প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, এ পর্যন্ত দলটির কেন্দ্রে নীলফামারীর চারটি আসনের মধ্যে তিনটি আসনের জন্য সম্ভাব্য প্রার্থীর নাম পাওয়া যায়। এরমধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে এনসিপির জেলা কমিটির যুগ্ন সদস্যসচিব রাশেদুজ্জামান রাশেদ, নীলফামারী-২ (সদর) আসনে এনসিপির জেলা কমিটির সদস্য সচিব ডাঃ কামরুল ইসলাম দর্পণ এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে এনসিপির যুগ্ন মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল) আবু সাঈদ লিওন। তবে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে দলটির কোন সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ পায়নি।

এব্যাপারে মুঠোফোনে কথা হলে এনসিপির জেলা কমিটির আহবায়ক আব্দুল মজিদ জানান, নীলফামারী ৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে দলের যুগ্ন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিওন নিশ্চিত প্রার্থী হচ্ছেন। তবে বাকীগুলো আসনে প্রার্থী চুড়ান্ত করার পথে রয়েছে।

এদিকে  নীলফামারী-১ ( ডোমার-ডিমলা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে নিজের মনোনয়ন প্রাপ্তি প্রত্যাশার কথা ঘোষণা করেছেন নীলফামারী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ। তিনি তার ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। পাশাপাশি একইভাবে নীলফামারী-২ আসনে প্রার্থী হবার কথা জানিয়েছেন এনসিপির জেলা কমিটির সদস্য সচিব ডাঃ কামরুল ইসলাম দর্পণ। তারা বলছেন দল যদি মনোনয়ন দেয় তাহলে ভোটের মাঠে দেখা হবে এবং বিজয় নিয়ে ঘরে ফিরবো।

মুঠোফোনে কথা হলে রাশেদুজ্জামান রাশেদ বলেন, আমাদের লুটপাট, দুর্নীতি, কালো টাকা নাই। তবে রাষ্ট্রের মুক্তি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম আছে। আমাদের পেশি শক্তির দুর্বৃত্তায়নের রাজনীতি নেই, তবে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের সুষ্ঠুধারার বাংলাদেশপন্থী রাজনীতি আছে। তাই জনগণের টাকায় জনগণের প্রতিনিধি নির্বাচন করতে ভোট এবং ভোটের খরচ জুগিয়ে জনগণের পরে সৎ-যোগ্য-নীতিমান প্রার্থীকে নির্বাচিত করতে এলাকাবাসীকে আহবান জানা তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বাধীনতার পরবর্তী সময়ে ডোমার ও ডিমলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও উন্নয়ন বঞ্চনার শিকার। কৃষিভিত্তিক কোনো শিল্প কল-কারখানা গড়ে ওঠেনি এই অঞ্চলে। ফ্যাস্টিস আওয়ামীলীগের এমপি ১০ বছর ক্ষমতায় থেকেও এলাকার বড় ধরণের কোনো দৃষ্টিপট উন্নয়ন করেনি। শুধু উন্নয়ন করেছে নিজের লোকদের, নিজের পরিবারের আত্মীয়-স্বজনদের। ফলে এলাকার শিক্ষিত তরুণ, কৃষক, মেহনতি মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অবহেলিত জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমি বিশ্বাস করি, সত্যিকারের জনসেবক হিসেবে জনগণের পাশে থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে নীলফামারী-১ আসনের চিত্র পাল্টে দেয়া সম্ভব।

তিনি আরও উল্লেখ করে বলেন, রাজনীতি ব্যক্তিস্বার্থে নয়, বরং দেশ ও জনগণের স্বার্থে হওয়া উচিত। একটি মানবিক, উন্নয়নমুখী ও সুশাসনভিত্তিক রাজনীতি গড়ে তোলা এবং ধর্ম, বর্ণ ও পরিবার তান্ত্রিক বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করাই তার রাজনীতির মূল লক্ষ্য। এজন্য এলাকার উন্নয়নে নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে “শাপলাকলি” প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছি।

এদিকে বিভিন্ন রাজনৈতিক দল নীলফামারীর চারটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরমধ্যে ইসলামী চারটি দল যথাক্রমে জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস চারটি আসনে একক প্রার্থী, বিএনপি ও গণসংহতি আন্দোলন দুইটি আসনে এবং গণঅধিকার পরিষদ ও আমার বাংলাদেশ পার্টি একটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। যে সকল রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষনা করায় ওই সকল প্রার্থীরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (ধানের শীষ প্রতীক): জেলা চারটি আসনের মধ্যে বিএনপির মাত্র দুটি আসনে তাদের সম্ভাব প্রার্থীর নাম ঘোষনা করেছে। তারা হলেন- নীলফামারী-২ (সদর) আসনে এএইচএম সাইফুল্লাহ রুবেল এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে আব্দুল গফুর সরকার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা প্রতীক): নীলফামারীর চারটি আসনেই দলটি প্রার্থীর নাম ঘোষনা করেছেন। তারা হলেন- নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার, নীলফামারী-২ (সদর) আসনে এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ওবায়দুল্লাহ খান সালাফী, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে হাফেজ আবদুল মোস্তাকিম।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (খেজুরগাছ প্রতীক): দলটিও নীলফামারীর চারটি আসেন তাদের একক প্রার্থী নাম ঘোষনা করেছে। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নীলফামারী-২ (সদর) আসনে মুফতি আবদুল্লাহ আল মঞ্জুর, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মাওলানা জাফর আহমদ, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে হাফেজ মাওলানা রেজাউল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক): নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মাওলানা আব্দুল আজিজ, নীলফামারী-২ (সদর) আসনে অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আমজাদ হোসেন সরকার এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে আলহাজ্ব শহিদুল ইসলাম।

বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা প্রতীক): নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে হাবিবুর রহমান, নীলফামারী-২ (সদর) আসনে মাওলানা গোলাম রব্বানী, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে শরিফুল ইসলাম, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) মাহদী হাসান।

আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি (ঈগল প্রতীক): নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আলতাফ হোসাইন।

গণঅধিকার পরিষদ (জিওপি) (ট্রাক প্রতীক): নীলফামারী-৩ (জলঢাকা) আসনে সোহাগ হোসাইন বাবু।

গণসংহতি আন্দোলন (জিএসএ) (মাথাল প্রতীক):  নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মহব্বত হোসেন মিলন ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনে প্রদীপ রায়।

মন্তব্য করুন


Link copied