আর্কাইভ  শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫ ● ২৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
রংপুরে এ্যানথ্রাক্স রোগের ভয়াবহতা, ২ জনের মৃত্যু

রংপুরে এ্যানথ্রাক্স রোগের ভয়াবহতা, ২ জনের মৃত্যু

হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী

ফিনান্সিয়াল টাইমসের ডকুমেন্টারি
হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে নির্বাচন: প্রেস সচিব

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে নির্বাচন: প্রেস সচিব

রংপুর সিটিতে ১০ হাজার সড়কবাতি অকেজো, বাড়ছে চুরি ও ছিনতাই

রংপুর সিটিতে ১০ হাজার সড়কবাতি অকেজো, বাড়ছে চুরি ও ছিনতাই

এশিয়া কাপ

ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২:৩৬

Advertisement

নিউজ ডেস্ক: মোহাম্মদ হারিসের ফিফটির পর বোলারদের নৈপুণ্যে অনায়াস জয়ে এশিয়া কাপে শুভসূচনা করল পাকিস্তান। এশিয়া কাপের নবাগত দল ওমানের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের জয় ৯৩ রানে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ১০ ওভারে ১ উইকেটে ৮৫ রানের শক্ত অবস্থানে থেকে ১৬০ রানে থামে পাকিস্তান। জবাবে ওমান গুটিয়ে যায় ৬৭ রানে।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শূন্য রানেই ফিরে যান ওপেনার সাইম আইয়ুব। এরপর দ্বিতীয় উইকেটে পাকিস্তানের হাল ধরেন শাহিবজাদা ফারহান ও হারিস। এই দুজনে মিলে যোগ করেন ৮৫। যদিও এই দুজনের বিদায়ের পর একই গতিতে রান তুলতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। ফারহান ২৯ বলে ২৯ রান করে আউট হন।

হারিস ফেরেন ৪৩ বলে ৬৬ রান তুলে নিয়ে। পরপর দুই বলে আউট হয়েছেন হারিস ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। এরপর ফখর জামান একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। ফখর অপরাজিত ছিলেন ১৬ বলে ২৩ রান করে।

ওমানের হয়ে ৩টি করে উইকেট নেন ফয়সাল শাহ ও আমির কালিম। আর একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নাদিম। লক্ষ্য তাড়া করতে নামা ওমানকে শুরু থেকে অস্বস্তিতে রাখেন সাইম আর সুফিয়ান মুকিমরা।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে ওমান। সাইম বোলিংয়ে এসেই জোতিন্দার সিংকে (১) বোল্ড করেন। পরের ওভারে আমির কলিমকে (১৩) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। পাওয়ার প্লে'তে দলটি দুই উইকেটে ৪০ রান তোলে।

এরপর সুফিয়ান এবং মোহাম্মদ নাওয়াজ ঝলক দেখালে আবারও উইকেট হারাতে শুরু করে ওমান। ৪১ রানে দলটির তৃতীয় উইকেট পড়ে, ৫১ রানের মধ্যে দলটি হারায় ৯ উইকেট। মাঝের সময়টায় সুফিয়ান তুলে নেন মোহাম্মদ নাদিম (৩) এবং হাম্মাদ মির্জার উইকেট।

মোহাম্মদ নাওয়াজ একটি এবং ফাহিম আশরাফ নেন আরো দুটি উইকেট। শাহীন শাহ আফ্রিদি একটি উইকেট নেয়ার পাশাপাশি একটি রান আউটও করেন। ওমানের হয়ে সবচেয়ে বেশি ২৭ রান আসে হাম্মাদের ব্যাটে। শেষদিকে শাকিল আহমেদ করেন ১০ রান। পাকিস্তানের হয়ে সাইম, সুফিয়ান এবং ফাহিম দুটি করে উইকেট নেন।

মন্তব্য করুন


Link copied