স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলায় অনুমতি ছাড়া দোকানে মিনি পেট্রোল পাম্প পরিচালনা ও সড়কের ওপরে পণ্য রেখে অবৈধভাবে রাস্তা দখলের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলার বাবুরহাট ও খগারহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমারা আদায় করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, ডিমলা উপজেলা সদরের বাবুরহাটে দোকানে অবৈধ পেট্রোল পাম্প স্থাপন করায় ব্যবসায়ী নুরুজ্জামান বাবলুকে ১০ হাজার টাকা এবং খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট বাজারে সড়কে দোকানের পণ্য রেখে সড়ক দখলের দায়ে ব্যবসায়ী মোহাম্মদ শাহজাদাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করেন অর্থদন্ডিত দুই ব্যবসায়ী। এছাড়া অবৈধ পেট্রোল পাম্পের মিনি যন্ত্রাংশ তুলে নেয়ার নির্শেন দেন ভ্রাম্যমান আদালত।
অভিযানের সময় ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রওশন কবির, পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান জানান, দোকানে মিনি পাম্প বসিয়ে তেল বিক্রি করছিলেন ওই ব্যবসায়ী যা অবৈধ। এছাড়া সড়কে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধতা সৃষ্টি করেছিলেন অপর ব্যবসায়ী।