নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।
নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জনসহ সিনেট ও হল সংসদ নির্বাচনে মোট ৪৩টি পদে ৯১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।