আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫ ● ১ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
তিস্তা মহাপরিকল্পনার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

রংপুর অচল করার হুঁশিয়ারি
তিস্তা মহাপরিকল্পনার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

শেখ হাসিনা সমস্ত অপরাধের নিউক্লিয়াস: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা সমস্ত অপরাধের নিউক্লিয়াস: চিফ প্রসিকিউটর

হাসিনা-কামালের ‘চরম দণ্ড’ চেয়েছি: চিফ প্রসিকিউটর

হাসিনা-কামালের ‘চরম দণ্ড’ চেয়েছি: চিফ প্রসিকিউটর

প্লট দুর্নীতি: পরিবারসহ শেখ রেহানার বিরুদ্ধে সাতজনের সাক্ষ্য

প্লট দুর্নীতি: পরিবারসহ শেখ রেহানার বিরুদ্ধে সাতজনের সাক্ষ্য

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭০ শিক্ষার্থী

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ০৪:৫৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ চলতি বছর নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২৭০ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি জানান, এবার এই প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন ২৯৯ জন। পাস করেছেন ২৯৭। জিপিএ-৫ পেয়েছেন ২৭০ জন। অনুপস্থিত ছিল ২ জন। তিনি বলেন, আমাদের প্রতিটি শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার যোগ্য ছিল বলে আমি মনে করি। তবে ২৯৭ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৭০জন। বাকিরা সবাই পাস করেছেন। প্রতিবারের মতো এবারও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে এখানকার শিক্ষার্থীরা ভর্তিযুদ্ধে সেরা ফল করবেন এমন প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ রাখে। কলেজটিতে কেবল বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল। উদ্দেশ্য ছিল এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ, কারিগরি জ্ঞানস¤পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বুয়েট, মেডিকেল কলেজ, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের নাম রয়েছে। 

মন্তব্য করুন


Link copied