নিউজ ডেস্ক: হত্যা মামলায় হাজিরা দিতে এসে আদালত পরিদর্শকের (ওসি) কক্ষে পরিবার নিয়ে সময় কাটানোর অভিযোগ উঠেছে নরসিংদী আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশিরের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সংবাদ কর্মীদের হাতে এসেছে।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নরসিংদী আদালতে হত্যা মামলার হাজিরা দিতে আসেন আলী হোসেন শিশির। ওইদিন তাকে বিকেল পর্যন্ত আদালতের গারদে না রেখে পরিদর্শকের কক্ষে পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হয়।
এ সময় স্ত্রীর মোবাইল ফোন দিয়ে বিভিন্ন জায়গায় কথাও বলেন। ওই সময় কক্ষে কয়েকজন পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন। তারা আলী হোসেন শিশিরের খাতির যত্ম নিয়ে ব্যস্ত সময় কাটান। এরই ফাঁকে আদালতের গারদ থেকে পালিয়ে যান সাগর নামে ডাকাতি প্রস্তুতি মামলার এক আসামি।
এ ঘটনার দুই দিন পর বৃহস্পতির সকালে শহরের বিলাসদী এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এদিকে, আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
এ ব্যাপারে আদালত পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, আমি অফিসে ছিলাম না। ঘটনাটি কে করলো আমি খোঁজ নিচ্ছি।
গণমাধ্যমের ওই ভিডিওটি আগের হতে পারে। কয়েকমাস আগে আলী হোসেনকে আদালতে উঠালে তিনি অসুস্থ হয়ে যান, তখন আমার অফিস কক্ষে আনা হয়েছিল।
পরে পরিবার নিয়ে বসা ও হাতকড়াবিহীন অবস্থায় মোবাইলে কথা বলার ভিডিও দেখালে তিনি কোন উত্তর দিতে পারেননি। এ সময় তিনি নিউজ না করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র গণমাধ্যমকে বলেন, এসপি স্যার রেঞ্জ অফিসে মিটিংয়ে আছেন। আর আসামিকে কেন ওসির রুমে নেওয়া হয়েছে বিষয়টি আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।