নিউজ ডেস্ক: বিএনপি জুলাই সনদে সই করবে কি না, এ বিষয়ে আরেকটু অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দুটি দল বলে দিয়েছে পিআর ছাড়া তারা সই করবে না। কিন্তু বিএনপি সে কথা বলেনি।
আমরা বলেছি, বিএনপি যে কথাগুলো বলেছে সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো অসম্মতি দেইনি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয়-অবশ্যই জুলাই সনদে সই করা হবে। এ জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এর আগে তিনি সকালে সদর উপজেলা বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, মহিলা ও হিন্দু ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময়সভা করেন এবং পরে বিকালে হরিপুর উপজেলা স্টেডিয়ামে মির্জা রুহুল আমীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন।
পরে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরো একটি মতবিনিময়সভায় যোগ দেন মির্জা ফখরুল।