নিউজ ডেস্ক: অনলাইনে প্রোপাগান্ডা ও নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের অভিযোগে আটটি ফেসবুক পেজ ও তিনটি আউডির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ডিএমপির সাইবার ইউনিটে তিনি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এ সময় ডাকসুর একাধিক সদস্য উপস্থিত ছিলেন। মামলা দায়েরের পর ডিবি কার্যালয়ের গেটে সংবাদ সম্মেলন করেন তারা।
ডাকসুর ভিপি সাদিক কায়েম মামলা করা ৮টি ফেসবুক পেজের নাম উল্লেখ করেন। এগুলো হলো— ডাকসু কণ্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, বঙ্গ Insiders এবং ইয়ার্কি। এছাড়া এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটের সাথে ফলপ্রসূ মিটিং করেছি। এর আগে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে আমরা কথা বলেছি। একই সাথে ডিএমপি কমিশনারের সাথে কথা হয়েছে। আজকে আমরা এখানে লিখিতভাবে আমাদের অভিযোগগুলো দিয়েছি।
তিনি বলেন, ডাকসু নির্বাচনের আগে এবং পরবর্তী সময়ে অব্যাহতভাবে কিছু রিয়েল আইডি, ফেইক আইডি ও পেজ থেকে নারীদের বিশেষ করে নারী অ্যাক্টিভিস্ট ও ডাকসু নির্বাচিত নারী প্রতিনিধিদের বিরুদ্ধে সাইবার বুলিং হচ্ছে, শ্লাট শ্লেমিং হচ্ছে, বিভিন্ন ধরনের ভুয়া ফটোকার্ড দিয়ে নোংরা ভাষায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কমেন্ট সেকশনে এইসব নারী প্রতিনিধিদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আজ আমরা যেসব আইডি ও পেজ থেকে এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেগুলোর লিংক লিখিতভাবে জমা দিয়েছি।
সাদিক কায়েম বলেন, আমরা যে পেজগুলোর কথা বলেছি, প্রত্যেকটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে কানেক্টেড। ছাত্রদল ও বিএনপির অ্যাক্টিভিস্টরা এই পেইজগুলো চালায়। আমার যে লিংকগুলো দিয়েছি, ইতোমধ্যেই এখানে যারা সাইবার এক্সপার্ট আছেন তারা কাজ শুরু করেছেন। খুব দ্রুতই এসব পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা অভিযোগ জমা দিতে পারেন, এজন্য শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে। সেখানে শিক্ষার্থীরা অভিযোগ দেবেন এবং আমাদের ডাকসুর পক্ষ থেকে একটা ডিজিটাল কমপ্লেইন বক্স স্থাপন করেছি, সেখানে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এই ব্যাপারে সহযোগিতা করবেন।