আর্কাইভ  শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ ● ৩ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
কার্গো ভিলেজে আগুন: সিলেটে নামছে ঢাকার ফ্লাইট

কার্গো ভিলেজে আগুন: সিলেটে নামছে ঢাকার ফ্লাইট

বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছে

বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছে

সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে: বেবিচক

সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে: বেবিচক

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

গণভোটের ধরন, দিনক্ষণ পরিষ্কার করার আহ্বান এনসিপির

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ০৩:০১

Advertisement

নিউজ ডেস্ক: জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যে গণভোট করা হবে তার ধরন এবং দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

জাতীয় নাগরিক পার্টি কেন  শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি তার ব্যাখ্যা তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপির  আহ্বায়ক নাহিদ ইসলাম ও আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অভিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের কথা বলা হয়েছে সেই গণভোটের প্রশ্ন, ধরণ, দিনক্ষণ জাতির কাছে পরিস্কার করতে হবে। একই সঙ্গে এই জুলাই সনদ সেটা যে সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসেবে, মানুষ অভ্যুত্থানে অংশগ্রহণের সময়কালে যে সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটেছে তারই অংশ হিসেবে এটা প্রণিত হবে সেটা আমাদের কাছে পরিস্কার করতে হবে।

ঐকমত্য কমিশনকে কোনো রাজনৈতিক দলের চাপে পক্ষপাতমূলক আচারণ না করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার বলেন, ঐকমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচারণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে। বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই জায়গায় অবস্থান করছি।

তিনি বলেন, কোনো অবস্থাতেই জুলাই সনদকে অতীতের জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টে পর্যবসিত করা যাবে না।

শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না করা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে জনগণকে স্বচ্ছ ধারণা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থেকেছি।

তিনি বলেন, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদকে আইন ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে কীভাবে সেই আইনি ভিত্তি প্রদান করা হবে তার খসড়া তাদের কাছে উপস্থিত হলেই তারা সর্বাত্মকভাবে আশ্বস্ত হবেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।

এনসিপির সদস্য সচিব অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আরও বলেন, জুলাই সনদ, সংবিধানের মৌলিক কাঠামোগুলোতে পরিবর্তন সাধন করবে, সামনের সংসদকে যে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে, সেই গাঠনিক ক্ষমতার বলেই সামনের সংবিধান প্রণীত হবে সেই সংবিধানকে ২০২৬ সালের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করতে হবে।

মন্তব্য করুন


Link copied