আর্কাইভ  শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫ ● ১০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

অন্তর্বর্তী সরকার
উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

মোরসাছালিন-দিয়াবাতের জোড়া গোলে আবাহনীর জয়

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, বিকাল ০৬:২৮

Advertisement

নিউজ ডেস্ক: ঘরোয়া ফুটবলে মৌসুমের শুরুটা একদম মনমতো হয়নি আবাহনীর। লিগে এক ড্র, এক পরাজয়। তবে ফেডারেশন কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে ৪–২ গোলে হারিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেছে মারুফুল হকের শিষ্যরা।

আবাহনীর জার্সিতে এই দিনটিতে উজ্জ্বল দুই নাম শেখ মোরছালিন ও সোলেমান দিয়াবাতে। দুজনেই করেছেন জোড়া গোল, ভাগ করে নিয়েছেন ম্যাচের সমস্ত আলো।

ম্যাচের চতুর্থ মিনিটেই আসে প্রথম ধাক্কা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন মালির ফরোয়ার্ড দিয়াবাতে, তার গতির সামনে বিপর্যস্ত ফকিরেরপুল রক্ষণ। গোলরক্ষক সাজু আহমেদের অসাবধানী চ্যালেঞ্জে পড়ে যায় দিয়াবাতে, রেফারি সঙ্গে সঙ্গেই বাঁশি বাজান। স্পট কিক নিতে এসে ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন এই আফ্রিকান স্ট্রাইকার।

এরপর ফকিরেরপুল কিছুটা প্রাণ ফিরে পেলেও ভাগ্য সঙ্গ দেয়নি। ১৪ মিনিটে মোস্তফা মাহমুদ আবদেল খালেকের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৩৩ মিনিটে দলগত প্রচেষ্টার ফল পায় আবাহনী। শাকিলের পাস থেকে বল পেয়ে দিয়াবাতে বক্সে ঢোকেন, ফেরত পাসে বল পান মোরছালিন তার নিচু শট ফকিরেরপুল গোলকিপার সাজুকে পরাস্ত করে জালে জড়ায়।

এর কয়েক মিনিট পর আবারও আলোচনায় দিয়াবাতে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের চাপে পড়ে বক্সে আরেকটি ফাউল আদায় করেন তিনি। নিজেই নেন পেনাল্টি কিক, সফলও হন। প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৩–০।

বিরতির পর কিছুটা ছন্দ হারায় আবাহনী। সুযোগ কাজে লাগিয়ে ৫০ মিনিটে ব্যবধান কমায় ফকিরেরপুলের শান্ত টুডু চমৎকার ফিনিশিংয়ে গোলকিপার প্রিতমের মাথার উপর দিয়ে বল জালে পাঠান তিনি।

এরপরই ফকিরেরপুলের সোনার সুযোগ বেন ইব্রাহীমের দারুণ কাটব্যাকে খালেকের পা ছোঁয়া দরকার ছিল; কিন্তু সেই ভুলেই হাতছাড়া হয় নিশ্চিত গোল।

৬৪ মিনিটে আবারও দৃশ্যপটে মোরছালিন। বক্সের সামনে থেকে নিচু শটে গোল করে দলকে ৪–১ ব্যবধানে এগিয়ে নেন। ৭০ মিনিটে বেন ইব্রাহীমের পাস থেকে রিয়াদ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি ফকিরেরপুল।

শেষ মুহূর্তে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মোরছালিন, কিন্তু দুইবারই গোলরক্ষক সাজুর দেয়াল ভাঙতে ব্যর্থ হন জাতীয় দলের এই মিডফিল্ডার।

‘এ’ গ্রুপের অপর ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

ফেডারেশন কাপ এখন যাবে এক মাসেরও বেশি সময়ের বিরতিতে। আগামী ২ ডিসেম্বর মাঠে ফিরবে টুর্নামেন্ট। 

মন্তব্য করুন


Link copied