রংপুর প্রতিনিধি : রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ফিরেদেখা’র যুগপূর্তি উপলক্ষে রংপুর সাহিত্য উৎসব ও বইমেলা ২০২৫। দিনব্যাপী এ আয়োজনে সারাদেশের শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মী অংশগ্রহণ করেন। রংপুরসহ পার্শ্ববর্তী জেলার পাঠক, শিক্ষার্থী ও সংস্কৃতিমনস্ক মানুষের পদচারণায় পুরো প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।
জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন কবি ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল। প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম। সভাপতিত্ব করেন ফিরেদেখা’র সভাপতি তাপস মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি সাকিল মাসুদ, সাধারণ সম্পাদক ও সচিব, রংপুর সাহিত্য উৎসব ২০২৫ আয়োজক কমিটি, এবং মো. বাবুল সরকার, আহ্বায়ক, রংপুর সাহিত্য উৎসব ২০২৫ কমিটি।
দিনব্যাপী কলেজের হলরুমে চলে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও সেমিনার। “গত দুই যুগের লিটিলম্যাগ” বিষয়ে বক্তব্য রাখেন ড. মাসুদুল হক; “ডিজিটাল যুগে কথাসাহিত্য—পাঠক সংকট না রূপান্তর” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক নূরুননবী শান্ত; আর “রোকেয়ার দর্শন ও তাঁর চিন্তার উত্তরাধিকার” শীর্ষক স্মারক বক্তৃতা দেন ড. নাসিমা আক্তার।
কলেজ মাঠে বসে প্রাণবন্ত বইমেলা, যেখানে আইডিয়া প্রকাশনসহ বিভিন্ন লেখক তাঁদের প্রকাশিত বই প্রদর্শন করেন। পাঠক ও লেখকের সরাসরি মেলবন্ধনে বইমেলাটি হয়ে ওঠে উৎসবের প্রাণকেন্দ্র।
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ফিরেদেখা পদক ২০২৫’ প্রদান করা হয় ১২টি শাখায়। এ বছর পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
ছোটগল্পে নূরুননবী শান্ত (খিদমতুল মউত),
ছোটকাগজে ড. মিজানুর রহমান নাসিম (মননরেখা),
কবিতায় আহমেদ স্বপন মাহমুদ (সকল মহিমা তোমার),
ছড়ায় হাসনাত আমজাদ (একখানা বই রঙিন মলাট),
অনুবাদে সাবেরা তাবাসসুম (গুলজারের কবিতা),
লোকসাহিত্যে আহসান ইমাম (Pulse in Culture: Context Bangladesh),
প্রবন্ধে রানা মাসুদ (তিস্তার আদ্যোপান্ত),
উপন্যাসে মাসুদুল হক (দিনমুলুক),
সংগঠন বিভাগে ইসলাম রফিক (বগুড়া লেখকচক্র)
এবং আঞ্চলিক ভাষার গানে খন্দকার মো. আলী সম্রাট (পঞ্চকবির ভাওয়াইয়া)।
তবে গবেষণা ও শিশু-কিশোর গল্প বিভাগে এ বছর কোনো পদক দেওয়া হয়নি।
সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পান বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা আলহাজ মো. তৌহিদ হোসেন এবং ক্রীড়া সংগঠক ও সমাজসেবক জনাব মনজুর আহমেদ আজাদ।
আয়োজকদের মতে, এ উৎসব উত্তরবঙ্গের সাহিত্যচর্চায় নতুন উদ্দীপনা যোগাবে। কবি সাকিল মাসুদ বলেন, “ফিরেদেখা’র এই যাত্রা শুধু সাহিত্য নয়, মননের জগতে নতুন প্রজন্মের ভাবনার দিগন্ত উন্মোচন করবে।”
সম্মিলিত কবিতা পাঠ ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সন্ধ্যায় পর্দা নামে রংপুর সাহিত্য উৎসব ও বইমেলা ২০২৫-এর বর্ণিল আয়োজনে।