আর্কাইভ  শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫ ● ৯ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

অন্তর্বর্তী সরকার
উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ সদস্যকে হাতেনাতে ধরা, বিয়েতে মীমাংসা

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, রাত ০৮:২১

Advertisement

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে হাতেনাতে ধরা পড়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। পরে স্থানীয়দের উপস্থিতিতে শুক্রবার (২৪ অক্টোবর) তাদের বিয়ে দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে ধুমাইটারী গ্রামের মালয়েশিয়াপ্রবাসীর এক ব্যক্তির স্ত্রীর বাড়িতে প্রবেশ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ইমরুল কায়েস। এ সময় স্থানীয়দের নজরে এলে তাকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে খবর পেয়ে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ আলোচনা ও উভয় পক্ষের সম্মতিতে শুক্রবার সামাজিকভাবে গৃহবধূর সঙ্গে ইমরুল কায়েসের বিয়ে সম্পন্ন হয়।

ইমরুল কায়েসের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাহাটা গ্রামে।  এ বিষয়ে প্রবাসীর স্ত্রী বলেন, ইমরুল কায়েসের সঙ্গে তার মুঠোফোনে কথাবার্তা চলত। দেখা করতে এলে গ্রামবাসী টের পান। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘরের বাইরে হইচই শুনতে পেরে ‘আলমারির ভেতর লুকিয়ে পড়েন ইমরুল।  পুলিশ সদস্য ইমরুল বলেন, ‘অনলাইনে ২-৩ মাস ধরে কথা চলছিল, আজ দেখা করতে বাসায় আসার পর এমন পরিস্থিতি ঘটেছে।’

লিয়াকত আলী নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, স্থানীয়রা বদ্ধঘর থেকে দুজনকে হাতেনাতে আটক করেন। পরে সকলের সম্মতিতে বিয়ে হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ ঘটনার বিষয় স্বীকার করলেও এ বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানান।

মন্তব্য করুন


Link copied