নিউজ ডেস্ক: র্যাবের যৌথ অভিযানে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. ইসমাইল (২০) গ্রেফতার এবং নাবালিকা ভিকটিম মোছা: সুরভী আক্তার (১৪)কে উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রে পরিচালিত এ বাহিনী হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
মামলার বাদী জানান, আসামি ইসমাইল দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। গত ১৬ জুলাই রাত সাড়ে ৮টায় ইসমাইল ও তার সহযোগীরা দেওয়ানগঞ্জের কান্দিরগ্রাম এলাকা থেকে কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ ২০/০৭/২০২৫, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধিত ২০২০)।
ঘটনার পর র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প ও র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের যৌথ দল ২৬ অক্টোবর গভীর রাতে দিনাজপুরের খানসামা উপজেলার মধ্য ভুল্লিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আসামি ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।