নিউজ ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে রবিবার (২৬ অক্টোবর) ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ধীরগতিতে ইনিংস শুরু করে। শুরুতেই দুই ওপেনার ঝুঁকিতে পড়ে, ১২.২ ওভারে দলের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩৯। ঠিক তখনই নামে বৃষ্টি।
বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ২৭ ওভারে আনা হয়। এর ফলে ডাকওয়ার্থ লুইস (DLS) পদ্ধতিতে ভারতের জন্য নির্ধারিত লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার, তিনি ৫৩ বলে এক প্রান্ত আগলে রাখেন। এছাড়া সোবহানা ২১ বলে ২৬ রান করেন। নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ৯ রান করেন। শুরুতে ঝুঁকিতে থাকা ওপেনার রুবাইয়া হায়দার মাত্র ৩২ বলে ১৩ রান করে আউট হন।
খেলার সময় বৃষ্টির কারণে প্রায় ঘণ্টা দুয়েক বিরতি হয়। এতে বাংলাদেশকে সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।
এবার ভারতের ব্যাটসম্যানদের ওপর থাকবে সহজ লক্ষ্য ১২৬ রান।