নিজস্ব প্রতিনিধি: দৈনিক সময়ের আলোর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম এর মা জহুরা বেগমের জানাজার নামাজ ও দাফনকার্য সম্পূর্ণ হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বাদ জোহর কেরামতিয়া জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে অংশগ্রহণ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এর মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান কাজী মোঃ জুন্নুন, রংপুর কেরামতিয়া জামে মসজিদের মোতয়িল্লী এ এইচ এম হায়দার আলী পারভেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, পি এ টু প্রিন্সিপাল,আবু রায়হান মো: রাসেল। মরহুমের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,জহুর উদ্দিন খান হিরা, ঠিকাদার মানিক খান প্রমুখ।
এর আগে রোববার (২৬ অক্টোবর) রাত এগারোটার দিকে রংপুর নগরীর মুন্সিপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার স্বামী মরহুম মনসুর উদ্দিন খান। মৃত্যুকালে তিনি আট ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমার জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলীসহ সাংবাদিক নেতৃত্ব।