নিউজ ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ। উড়ন্ত সূচনার পর হঠাৎ ছন্দপতনে দলীয় ৫৭ রানের মাথায় ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এ প্রতিবেদনে লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯ ওভার শেষে ৫৯ রান।
এর আগে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন তানজিদ হাসান তামিম। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি টাইগার এই ওপেনার। দলীয় ১৬ রানের মাথায় ৫ বলে ১৫ রান করে আকিল হোসেনের বলে ক্যাচআউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। এই রান করতে তিনি ২টি চার ও ১টি ছক্কা হাঁকান।
তানজিদের পর আউট হয়ে মাঠ ত্যাগ করেন টাইগার অধিনায়ক লিটন দাস। লিটন আউট হওয়ার আগে ৮ বলে করেন ৫ রান। এরপর একে একে সাইফ হাসান, শামীম হোসেন ও নুরুল হাসান সোহান সাজঘরের পথ ধরেন।
এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রান সংগ্রহ করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।