দিনাজপুর প্রতিনিধি : গত ১২ ঘণ্টায় দিনাজপুর পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মীসহ ৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে সাড়ে ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ১৩টি থানা পুলিশের অভিযানে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত একাধিক মামলায় পালিয়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়েরকৃত মামলায় ২৭ জনসহ মোট ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়।
আগামী ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নে নাশকতামূলক কর্মকাণ্ডসহ দেশে অরাজকতা পরিস্থিতি ও ক্ষতিসাধন করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারদের মঙ্গলবার বিকেল আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।