নিজস্ব প্রতিবেদক, মমিনুল ইসলাম রিপন রংপুর।‘যেখানে গল্প বেঁচে থাকে’—এই মানবিক শ্লোগানকে সামনে রেখে ওয়েলফেয়ার অর্গানাইজেশন লাইফ লাইন-এর উদ্যোগে বীজ বিতরণ কর্মসূচি–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় রংপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের গোদা শিমলা জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এই যে আজ বীজ বিতরণ করা হচ্ছে—এটি কোনো সাধারণ বা সামান্য আয়োজন নয়। প্রতিটি বীজের ভেতরে লুকিয়ে থাকে একটি স্বপ্ন, একটি সম্ভাবনা। এই বীজ থেকেই গড়ে উঠতে পারে একটি পরিবারের স্বাবলম্বিতা, ভবিষ্যৎ ও একটি মানুষের নতুন জীবনযাত্রা। সাহায্য মানে শুধু কিছু দেওয়া নয়; সাহায্য মানে মানুষের হাতে সম্ভাবনার চাবিকাঠি তুলে দেওয়া। লাইফ লাইনের এই উদ্যোগ সেই সম্ভাবনার পথ খুলে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “যে সমাজ মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে, সেই সমাজই টিকে থাকে। এমন কল্যাণমূলক উদ্যোগ সমাজে আশার আলো জ্বালায়। আমি চাই, এই ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হোক এবং নিয়মিতভাবে চলমান থাকুক।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুবদল নেতা সিরাজ উদদৌলা ডন, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর ইসলাম রাজু, ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোক্তার আলিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন লাইফ লাইনের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বীজ বিতরণী অনুষ্ঠানে স্থানীয় এলাকার এক হাজারেরও বেশি মানুষের মাঝে বিভিন্ন প্রকার কৃষি বীজ বিতরণ করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করে সারগাম ক্লাব, মাহিগঞ্জ, রংপুর। আয়োজকরা জানান, মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।