আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫ ● ২ পৌষ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ফুল দেওয়ার প্রস্তুতি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ফুল দেওয়ার প্রস্তুতি

জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, মিটিং পণ্ড

জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, মিটিং পণ্ড

যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

ঢাকায় আনা হয়েছে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ০৮:১৪

Advertisement

নিউজ ডেস্ক: আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। দেশে তারেক রহমানের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকায় আনা হয়েছে দুটি বুলেটপ্রুফ গাড়ি।

বিএনপির সূত্র জানিয়েছে, জিয়া পরিবারের পক্ষ থেকে সম্প্রতি চট্টগ্রাম বন্দর দিয়ে দুটি বিশেষ গাড়ি আমদানি করা হয়েছে। পরে চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকার কমলাপুর কাস্টমস হাউস (আইসিডি) থেকে বিশেষ গাড়ি দু'টি খালাস করা হয়েছে। কমলাপুরেই গাড়ি দু'টির যাবতীয় শুল্ক ও কাগজপত্র ছাড় করানো হয়েছে। এ গাড়ি দু'টিই তারেক রহমান নির্বাচনী প্রচার ও ব্যক্তিগত চলাচলের জন্য ব্যবহার করবেন।  

এছাড়া বিএনপির যুক্তরাজ্য শাখার একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদায়ের সুর বেজে উঠেছে ইংল্যান্ডে। সে লক্ষ্যে বিএনপির যুক্তরাজ্য শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। লন্ডনে নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনসম্মুখে শেষ ভাষণ দেবেন তারেক রহমান।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতার সব কাগজপত্র ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে তারেক রহমানের কাগজপত্র সংক্রান্ত আর কোনো আনুষ্ঠানিকতা বাকি নেই। শুধু যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস থেকে সরাসরি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটা তিনি অগ্রাধিকার দেবেন সেটা নিয়েই দেশ ফিরবেন ২৫ ডিসেম্বর।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন’।

তিনি জানান, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে।’

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি ১৭ বছর সে দেশেই নির্বাসিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied