নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার ভারতের কোনো ‘‘নসিহত’’ শুনতে চায় না।’ তার ভাষায়, ‘গত ১৫ বছর ভারতের এত ভালো নসিহত কোথায় ছিল? অন্তর্বর্তী সরকার একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে।’
ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘হাসনাত সরকারের কোনো অংশ নয়। তার বক্তব্য সরকারের বক্তব্য নয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয় না। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন প্রশ্নই ওঠে না।’ একই সঙ্গে ঢাকা-দিল্লি সম্পর্ক নতুন মাত্রায় যাবে কি না—এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাকে এখন গণমাধ্যমেও কথা বলতে দেয়া হচ্ছে। ভারত যদি তাকে থামায় না, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষে তা থামানো সম্ভব নয়।’













