নিউজ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আসবেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কারণে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেন।
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে দেশে ফিরেছেন।
তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে এখন পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত সংবর্ধনা মঞ্চে যাচ্ছেন। সেখানে সংবর্ধনা গ্রহণ ও সংক্ষিপ্ত বক্তব্য রেখে এভারকেয়ার হাসপাতালে আসবেন। এখান থেকে তারেক রহমানের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে।