নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৩০০ ফিটে আয়োজিত বিশাল গণসংবর্ধনা সভায় যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট পর্যন্ত জনস্রোত পার হয়ে সংবর্ধনার অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন তিনি। ইতিমধ্যে এই সংবর্ধনা সভা জনসমুদ্রে পরিণত হয়ে বিশাল জনসভায় রূপ নিয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমেই সমাপ্তি ঘটলো এক দীর্ঘ নির্বাসিত অধ্যায়ের।
এরপরই পরিবারকে বিদায় দিয়ে দুপুর ১২টার দিকে লাল-সবুজ একটি বাসে ওঠেন তারেক রহমান। তার গাড়িবহর যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ৩০০ ফিটে পৌঁছায়। বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সংবর্ধনাস্থল পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগে প্রায় চার ঘণ্টা। নেতাকর্মীদের ঢল আর মানুষের ভালেবাসায় সিক্ত তারেক রহমানের গাড়ির বহর চলেছে একেবারেই ধীর গতিতে। তারেক রহমান ঢাকার মাটিতে পা রাখে বিকেল তিনটা ৫০ মিনিটে। পরে তাকে কড়া নিরাপত্তায় সংবর্ধনা মঞ্চে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।