আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ উত্তেজনাপূর্ণ ম্যাচ হেরে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, রাত ০৮:০৩

Advertisement Advertisement

ক্রীড়া ডেস্ক: আগেই দুই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে আসরের বর্তমান শিরোপাধারী বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ খেলায় জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ ছিল। শ্রীলংকার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ও নাটকীয় ম্যাচে ৭ রানের হারে লাল-সবুজের দলকে গ্রুপ রানার্সআপ হয়েই শেষ চারের লড়াইয়ে নামতে হবে।

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আগে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৪৯.২ ওভারে ২২৮ রানে অল আউট হয়। লক্ষ্য তাড়ায় বাংলাদেশ তিন বল বাকি থাকতে ২২১ রানেই গুটিয়ে যায়।

২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় যুব টাইগাররা। কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরারের উদ্বোধনী জুটি ভাঙে ৫২ রানে। ব্যক্তিগত ২৪ রানে জাওয়াদ রানআউটে বিদায় নেন। 

অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৮ এবং মোহাম্মদ শিহাব জেমস ৬ রান করে বিদায় নেন। ৯৮ রানে ৩ উইকেট হারানো যুব টাইগারদের পথ দেখানোর দায়িত্ব নেন কালাম-দেবাশীষ দেবা জুটি। দুজন মিলে ৭৪ রান যোগ করেন। 

কালাম সিদ্দিকী ১৩৪ বলে ৮টি চার ও এক ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলেন। অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়া কালামের বিদায়ের পর আসে ছন্দপতন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

দেবাশীষ করেন ৩২ রান। টেলএন্ডারে নেমে ২৪ রানে অপরাজিত ছিলেন ফরিদ হাসান। সামিউন বাসির করেন ১৪ রান। তারা জয়ের সম্ভাবনা জাগালেও তীরে এসে তরী ডুবে যায়। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ভিহাস থিউমিকা।

এর আগে আল ফাহাদ ও রিজান হাসানদের দারুণ বোলিংয়ে লঙ্কানদের রানের চাকা কিছুটা স্থির ছিল। যদিও ১০৬ রানের ইনিংস খেলে জয়ের জন্য যথেষ্ট পুঁজি এনে দেন বিমাথ দিনসারা। এছাড়া ভিহাস ২২, লাকভিন আবেসিংহে ২১ এবং ভিমান চামুদিথা ২০ রান করেন। বাংলাদেশের পক্ষে ফাহাদ সর্বোচ্চ ৪টি এবং রিজান নেন ৩ উইকেট।

মন্তব্য করুন


Link copied