আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

অবশেষে ডিমলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বদলি

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, রাত ০৮:২৩

ফাইল ছবি

Advertisement Advertisement

বিশেষ প্রতিনিধি,নীলফামারী॥ জেলার ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) রুহুল মোছাদ্দেককে অবশেষে বদলি করা হয়েছে। তিনি রাজশাহীর দূর্গাপুরে একই পদে যোগ দেবেন। মঙ্গলবার(৮ এপ্রিল) বিকালে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে যথাযথ কর্তৃপক্ষের আনুমোদনক্রমে প্রশাসনিক কারনে এই বদলির আদেশ জারি করা হয়। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক। 
উল্লেখ যে, বেশ কিছুদিন ধরে ডিমলা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উক্ত কর্মকর্তার ব্যাপক অনিয়ম দূর্নীতির প্রমান সামনে এনে তার বিচার ও অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছিল সংশ্লিষ্ট দপ্তরে। এঘটনায় সংশ্লিষ্ট দপ্তর এই জন্য একটি তদন্ত টিম গঠন করে সাত কর্মদিবসে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছিল। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর উক্ত বদলির মঙ্গলবার বিকালে জারি করা হয় বলে জানা যায়। 
উল্লেখ যে, এ ঘটনায় গত ১৮ মার্চ উত্তরবাংলায় “ডিমলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত টিম গঠন” শিরোনামে বিস্তারিত সংবাদ প্রকাশ করা হয়েছিল।
অবশেষে বদলি বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ জানান, তাকে বদলি করা হয়েছে জানতে পেরেছি। কিন্তু ওই কর্মকর্তার অনিয়ম ও দূর্নীতির বিভাগীয় মামলা দায়ের করা হয়নি। এমনকি তাকে চাকরি থেকে বাদ না করে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও চাকরি থেকে বাদ দেয়ার আমরা এখন ওই দাবি জানাই। 

মন্তব্য করুন


Link copied