আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

অভিনেত্রী প্রসূন আজাদের বাবা নিখোঁজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫, বিকাল ০৫:০৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: অভিনেত্রী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেনের খোঁজ মিলছে না।

শুক্রবার থেকে বাবা নিখোঁজ রয়েছেন বলে গ্লিটজকে জানিয়েছেন প্রসূন।

তিনি বলেন, “আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আপনারা সহযোগিতা করুন।

“ফেইসবুকে বা বিভিন্ন গ্রুপে আমার বাবার ছবিটা দিয়ে কেউ দেখেছেন কি না- এই খোঁজটা নিয়ে দেন। আমরা শাহজাহানপুর থানায় জিডি করেছি, কী হবে বুঝতে পারছি না।”

শনিবার সকালে ফেইসবুকে বাবার কিছু ছবি জুড়ে দিয়ে প্রসূন লিখেছেন, “আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল (শুক্রবার) বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।”

আরেক পোস্টে তিনি লিখেছেন, “মালিবাগের আশেপাশে যারা থাকেন সম্ভব হলে আপনার এলাকার হসপিটালে খোঁজ করবেন? আমি থানায় আছি। আমার আব্বু ইনসুলিন নিয়ে বের হয় নাই।”

শাহজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছেন, “এই ঘটনায় একটি জিডি হয়েছে। প্রসূন আজাদের মা আজ জিডি করেছেন। আমরা ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছি।”

প্রসূন আজাদের মা ও বাবা দুজনই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদ দীর্ঘদিন ধরে কাজ থেকে দূরে আছেন। ২০২১ সালের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।

প্রসূন আজাদ ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। গত বছর তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। এছাড়া অসংখ্য টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।

মন্তব্য করুন


Link copied