আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, দুপুর ০১:১৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী কলকাতার স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঠিক কী হয়েছে এখনও জানা যায়নি।

চিকিৎসকেরা জানিয়েছেন, সমস্ত পরীক্ষার ফলাফল হাতে না পেলে বলা যাবে না তার কী হয়েছে! অথবা তাকে ক’দিন হাসপাতালে থাকতে হবে। পাশাপাশি, তার পুরনো কোনও সমস্যা আছে কি না সেটাও দেখবেন তারা। তবে পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েলে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর অভিনয় ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। ছবিটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন প্রেক্ষাগৃহে।

বর্তমানে সৃজিতের কাঁধে একাধিক ছবি ও সিরিজ তৈরির দায়িত্ব। শুক্রবারই তিনি জানিয়েছেন, তার পরবর্তী ছবি রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ২০২০ সালে ছবির কথা যৌথভাবে প্রথম ঘোষণা করেছিলেন প্রযোজক-পরিচালক। নানা কারণে সেই ছবির কাজ শুরু হতে চলেছে এ বছর। এতে নামভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে থাকবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মন্তব্য করুন


Link copied