আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

আন্ত জেলা অজ্ঞান পার্টির ১১ সদস্যকে রংপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

শুক্রবার, ৩০ মে ২০২৫, দুপুর ০২:৩৯

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: আন্ত জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে রংপুর মহানগরী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

 শুক্রবার দুপুর ১২ টায় রংপুর র‍্যাব ১৩ এর অফিস কার্যালয় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে লেঃ কর্নেল মোহাঃ জয়নুল আবেদীন, পিএসসি, আর্টিলারি অধিনায়ক র‍্যাব-১৩ তথ্য নিশ্চিত করেন। 

ঈদ উল আয্হা উপলক্ষে বিভিন্ন আজ্ঞান পার্টির সদস্যরা সারা দেশে পশুহাটের গরু ব্যবসায়ীদের চেতনানাশক ঘুমের ঔষধ এবং চেনাতনাশক ঔষধ দিয়ে হালুয়া তৈরি করে খাইয়ে অজ্ঞান করে গরু ব্যাবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমান টাকা লুঠপাটসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে সর্বশান্ত করে। এই অজ্ঞান পার্টি আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে।

 গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৩০ মে সকাল আনুমানিক ৫ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ঘোটেল এম রহমান, মোটেল জামাল এবং হোটেল সানমুন থেকে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতা সহ ১১ জন সক্রিয় সদসাকে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ডরমুক্যাল ট্যাবলেট১১ পাতা,চেতনানাশক এমিলিম ট্যাবলেট ৫ পাতা, চেতনানাশক মাইলাম ট্যাবলেট ১১পাতা, চেতনা নাশক রিভোটিল ৪পাতা,ডিসোপ্যান ২পাতা।

গ্রেফতারকৃত আসামী হলেন, ইমরান খান (৩৫), পিতা-মৃত দলিল উদ্দিন খান, সাং-পাড়া গ্রাম, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর,, আব্দুল সাদেক সেখ (২৫), পিতা-আব্দুল জলিল শেখ সাং-পূর্ব বাগমুলী, থানা-পাংশা, জেলা রাজবাড়ী,আঃ লতিফ (৫৬), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-আযাইল শিমুল, যান্য ঘাটাইল, জেলা-টাঙ্গাইল, মোঃ খসরু আহমেদ (৪৬), পিতা-মৃত হাফেজ লোকমান হোসেন, সাং-বারপুর থানা এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জ, মোঃ জয়নাল আবেদীন (৪৫), পিতা-মৃত নানু, সাং-উত্তর যাগোয়া থানা- গাইবান্ধা সদর জেলা-গাইবান্ধা, মোঃ মহিবুল (৩৫), পিতা-মৃত মোসলেম আলী, সাং-চরবিশ্বনায়, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ আঃ সালাম (৪০), পিতা-মৃত বাহাদুর শেষ, সাং-সমেতপুর, থানা-দৌলতপুর, জেলা মানিকগঞ্জ, মোঃ চাঁন শরীফ ব্যাপারী (৬২), পিতা-মৃত উজির আলী, সাং-পুররা, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ রিপন (৫৫), পিতা-নূরুল ইসলাম, সাং-কামারখোলা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ আজাহার উদ্দিন (৬২), পিতা-মৃত কলিম উদ্দিন, সাং-মাসির পাড়া যানা-বকশীগঞ্জ, জেলা জামালপুর এবং, রেজাউল ইসলাম (৫৫), পিতা-মৃত আহমদ আলী, সাং-হরিপুর নদীরকুল ফুলতলা, ঘানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া। এদের প্রত্যেকের নামে আন্তঃ জেলা অজ্ঞান পার্টি হিসেবে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন


Link copied