স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় প্রদানে নীলফামারীতে মিষ্টি বিতরণ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা। সোমবার (১৭ নভেম্বর) বিকালে রায় ঘোষণার পরপরই জেলা জজ আদালত চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা।
এসময় জেলা আইনজীবী ফোরামের আহŸায়ক আসাদুজ্জামান খান রিনো বলেন, জুলাই গণহত্যার ন্যায়বিচারের জন্য দেশের মানুষ অপেক্ষা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় অত্যন্ত বহুল প্রত্যাশিত। আমরা বিশ্বাস করি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এ রায় দ্রæত কার্যকর হলে জনগণের ন্যায়বিচারের আকাক্সক্ষা পূরণ হবে। তিনি বলেন, বাংলাদেশ আইনের শাসনের রাষ্ট্র এ রায়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব, সদস্য নুর মোহাম্মদ মিশন, মোহাম্মদ হুজুর আলী, মুরছালিন রায়হান, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা আব্দুস সালাম বাবলা সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদন্ড এবং মামলার রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদন্ড প্রদান করা হয়।