আর্কাইভ  শনিবার ● ১ নভেম্বর ২০২৫ ● ১৭ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১ নভেম্বর ২০২৫
জাতীয় নির্বাচনের গলার কাঁটা জুলাই সনদ

জাতীয় নির্বাচনের গলার কাঁটা জুলাই সনদ

‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়ায় বদলে গেছে রাজনীতি

‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়ায় বদলে গেছে রাজনীতি

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে ‘পিটিয়ে হত্যা’

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে ‘পিটিয়ে হত্যা’

পার্বতীপুরে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি

পার্বতীপুরে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি

আবু সাঈদ ও মুগ্ধ অসাধারণ নায়ক: স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনে মির্জা ফখরুল

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, রাত ১০:৫৫

Advertisement

নিউজ ডেস্ক: জনগণের অধিকার আদায়ে শাহাদাত বরণকারী আবু সাঈদ এবং মীর মুগ্ধকে ‘অসাধারণ নায়ক’ হিসেবে আখ্যায়িত করে তাদের নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস এরিনায় ‘আবু সাঈদ - মীর মুগ্ধ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আবু সাঈদ ও মীর মুগ্ধকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, তারা দুইজন আমাদের নায়ক, অসাধারণ নায়ক। যারা শাহাদাত বরণ করেছেন জনগণের অধিকার আদায়ের প্রশ্নে।

আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমি আবু সাঈদের পিতার বাসায় গিয়েছিলাম রংপুরে। তিনি জানান সাঈদ খুব সাধারণ জীবন যাপন করতেন। 

তিনি বলেন, এখানে আমরা সবাই জানি, পানিতে দিতে গিয়ে শহীদ হয়েছেন মীর মুগ্ধ। এভাবে প্রায় দুই হাজার প্রাণ আমাদের ছেড়ে গেছে এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য।

শহীদদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, আমরা সেই কারণে আশা করি, সমস্ত মতভেদ দূর করে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে তাদের যে আকাঙ্ক্ষা ছিল-যে একটা গণমানুষের পার্লামেন্ট গঠন, গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করব। 

টুর্নামেন্টের আয়োজন এবং বসুন্ধরা স্পোর্টস এরিনার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, বসুন্ধরা গ্রুপ চমৎকার একটা মাঠ এখানে তৈরি করেছে। আমি শুনেছি যে এখানে আরও কয়েকটা মাঠ রয়েছে। আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই, যে তারা খেলাধুলার উন্নয়নের জন্য অনেক কিছু করেছে। এটার আয়োজনও অত্যন্ত ভালো ও অসাধারণ। আমরা আশা করি আজকের এই খেলাটি অত্যন্ত আনন্দদায়ক ও উপভোগ্য হবে। আমার নিজেরও খেলাধুলার প্রতি আকর্ষণ অনেক। 
একটা খেলাধুলা করতেন বলেও জানান তিনি। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর টুর্নামেন্টের আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানে উপস্থিত শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধের পিতাকেও বিশেষভাবে সম্মান জানান।

মন্তব্য করুন


Link copied