আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই, ডোমার বিএনপির মতবিনিময় সভা

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, রাত ১১:৫৪

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দেশের চলমান পরিস্থিতি এবং আগামী সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন ঘিরে বিভিন্ন দিক তুলে ধরে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ডোমার উপজেলা ও ডোমার পৌর বিএনপি। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ডোমার নাট্য সমিতির সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক মাসুদ বিন সমুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু ও সাধারণ স¤পাদক মোজাফফর আলী, পৌর বিএনপির সহ-সভাপতি তমিজ উদ্দিন ও সিনিয়র সহ-সাধারণ স¤পাদক মেরাজুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে নীলফামারী-১ সংসদীয় আসন। দুই উপজেলার উন্নয়নে বিএনপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বদ্ধ পরিকর। তিনি বিগত ফ্যাসিষ্ট সরকারের মিথ্যে মামলার কবলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। চলতি মাসেই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে বলে বক্তরা উল্লেখ করেন। সেই সঙ্গে জানানো হয় আগামী সংসদ নির্বাচনে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির মনোনয়নে এই আসনে নির্বাচন করবেন। বিগত সময়  এই আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ব্যাপক উন্নয়ন করেছিলেন। কিন্তু গত ১৫ বছরে এলাকার কোন উন্নয়ন হয়নি বলে বক্তারা তুলে ধরেন। এ সময় বক্তারা জানান, আমরা হামলা, লুটপাট, নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সাধারন মানুষজনের পাশ থেকে সকল প্রকার সহযোগী করে যাচ্ছি। এলাকার উন্নয়নে নেতাকর্মীদের ভাল মন্দ দিক নিয়ে আগামীতে এ ধরনের মতবিনিময় সভার আরও আয়োজন করা হবে উল্লেখ করে বক্তরা সাংবাদিকদের পাশে থাকার সহযোগীতা কামনা করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন অনুষ্ঠানের সভাপতি।

মন্তব্য করুন


Link copied