আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

ইতিহাসের ভুল ধরলেই জামায়াত-শিবির ট্যাগ জোটে: সারজিস

রবিবার, ২২ জুন ২০২৫, রাত ০১:৪১

Advertisement

নিউজ ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাস চর্চায় এখনো ব্যক্তিকেন্দ্রিকতা এবং দলকেন্দ্রিক মানসিকতা প্রবলভাবে বিরাজ করছে। তার মতে, ইতিহাসের ভুল বা সীমাবদ্ধতা তুলে ধরলেই সমালোচকের উপর ‘জামায়াত-শিবির’, ‘রাজাকার’ কিংবা ‘দেশবিরোধী’ ট্যাগ আরোপ করা হয়।

শনিবার (২১ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে  এসব মন্তব্য করেন। 

সারজিস আলম বলেন, ‘১৯৪৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের বিশ্লেষণ করার মতো সুযোগ এক সময় ছিল না, এখন সেই সুযোগ এসেছে। এখন সময় হয়েছে নিরপেক্ষভাবে ইতিহাস বিশ্লেষণ করার।’

তিনি অভিযোগ করেন, ‘কোনো ব্যক্তি বা দলের সমালোচনা করা গেলেও কিছু ব্যক্তি নিয়ে কথা বললে নানা ধরনের ট্যাগ দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। কেউ কেউ ফেরেশতার মর্যাদা পাচ্ছেন, অথচ ইতিহাসে প্রত্যেকেরই সীমাবদ্ধতা ছিল।’

তার মতে, ইতিহাসের প্রকৃত মূল্যায়নের জন্য প্রয়োজন বিষয়ভিত্তিক গবেষণা এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, ‘যারা ইতিহাস নিয়ে কাজ করেন, তাদের উচিত ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত সময়কালকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা। জনগণই বিচার করবে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা নয়।’

সারজিস আরও বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভাসানী, শেরেবাংলা, শেখ মুজিব, তাজউদ্দীন আহমেদ, জিয়াউর রহমান এদের সবার অবদান তুলে ধরতে হবে। একইসঙ্গে তাদের সীমাবদ্ধতাগুলোও স্বচ্ছভাবে আলোচনা করতে হবে।’

তার মতে, কাউকে ‘ফেরেশতা’ বানানো বা কাউকে পুরোপুরি ‘অদৃশ্য’ করে দেওয়ার সংস্কৃতি ইতিহাস বিকৃতির নামান্তর। ইতিহাসকে ইতিহাসের মতো থাকতে দিতে হবে।

মন্তব্য করুন


Link copied