আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

ইলন মাস্ককে নিয়ে ক্ষুব্ধ লুমার: অভিবাসন নীতিতে ভিন্নমত

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ০১:০৬

Advertisement Advertisement

প্রযুক্তি ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ও ডানপন্থী ইনফ্লুয়েন্সার লরা লুমার সম্প্রতি ইলন মাস্কের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন। অভিবাসন নীতির প্রতি মাস্কের সমর্থন এবং মার্কিন প্রযুক্তি খাতে অভিবাসী কর্মীদের জন্য তার উন্মুক্ত অবস্থান লুমারের ক্ষোভের মূল কারণ।   

লুমার মাস্কের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ প্রকল্প এবং তার সহকর্মী বিবেক রামাস্বামীর সঙ্গে যৌথ কাজকে ‘অহংকারের প্রকল্প’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন, মাস্ক চীন এবং ভারতের অভিবাসীদের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।

লুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কের বিরুদ্ধে বর্ণবাদী ও ইসলামফোবিক মন্তব্য করেন। তিনি মাস্ককে চীনের ‘ঘুটি’ হিসেবে আখ্যা দেন এবং দাবি করেন, মাস্ক ট্রাম্পের নীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন।  

তিনি বলেন, ‘মার-এ-লাগো’তে ঢুকে বিশাল চেকবই নিয়ে অভিবাসন নীতি পরিবর্তন করার চেষ্টা করছেন মাস্ক। তিনি আরও যোগ করেন, ভারত ও চীন থেকে আসা শ্রমিকরা কখনোই আমাদের সংস্কৃতির সঙ্গে খাপ খায়নি। 

মাস্কের পাশাপাশি বিবেক রামাস্বামীও লুমারের আক্রমণের শিকার হন। রামাস্বামীর কিছু মন্তব্যকে কেন্দ্র করে তাকে ‘ট্রাম্পপন্থীদের কাছ থেকে দূরে সরে গেছেন’ বলেও উল্লেখ করা হয়েছে।   

লুমার, মাস্ক এবং রামাস্বামীর এই বিরোধ ট্রাম্পপন্থী গোষ্ঠীর মধ্যে ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। মাস্ক এবং রামাস্বামী ট্রাম্পের সঙ্গে কাজ করতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন


Link copied