আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ইসরাইলের বিরুদ্ধে নীলফামারী জুড়ে বিক্ষোভ ও শ্লোগান

সোমবার, ৭ এপ্রিল ২০২৫, রাত ১০:৪২

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ চৈত্রের প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ হয়েছে নীলফামারী জুড়ে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত জেলা উপজেলা পৌরসভার শহর থেকে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গাজার জনগণের ওপর ইসরাইলের চলমান হামলার প্রতিবাদে ব্যানার ফেষ্টুন সহ রাস্তায় নেমে বিক্ষোভ করেন শতশত মানুষ। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাও পিছিয়ে ছিল না।
তারাও দলে দলে এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসরাইয়ের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এটি ছিল নীলফামারী গোটা জেলার ডোমার, ডিমলা, সৈয়দপডুর, জলঢাকা ও কিশোরীগঞ্জ উপজেলা চার পৌর এলাকা ৬০ ইউনিয়নের আনাচে কানাছে সবচেয়ে বড় বিক্ষোভ। এসময়  বিভিন্ন এলাকায় অবস্থান নেন প্রতিবাদকারীরা। এ সময় ইসরাইলি পতাকা পদদলিত করেন বিক্ষোভকারীরা। 
সোমবার (৭ মার্চ) সকাল দশটায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জোড় হতে শুরু করে। এরপর সেখান থেকে সাড়ে দশটায় হাজার হাজার মানুষের একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। 
সমাবেশে বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, আইনজীবী নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনি হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নারী, শিশু, ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ এবং ব্যথিত। এসময় সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়লের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান তারা। খবর পাওয়া গেছে গোটা জেলা জুড়ে এই কর্মসুচি পালন হচ্ছে। 

মন্তব্য করুন


Link copied