আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

এইচএসসির ফল তৈরি বিষয়ে নতুন নির্দেশনা

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:১০

Advertisement Advertisement

ডেস্ক: ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন, নতুন সরকারের শপথ ও দায়িত্ব বুঝে নেয়ার মধ্যে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করা হয়। এসব পরীক্ষার ফলাফল তৈরি করতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতির জন্য তথ্য চাওয়া হয়েছে।

আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষদের সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
 
জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন ‍কুমার সরকার গণমাধ্যমকে জানান, সাবজেক্ট ম্যাপিং করতে হলে একজন শিক্ষার্থীর পূর্বের পরীক্ষা যেমন এসএসসি, জেএসসির ফলাফল প্রয়োজন। ম্যাপিং ফলাফল তৈরি করতে হলে পূর্বের বিষয়ভিত্তিক ফল দেখা হয়।

মন্তব্য করুন


Link copied