আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসউদ

শনিবার, ১৯ জুলাই ২০২৫, বিকাল ০৭:২৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়াতে বিএনপির নেতা-কর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। 

হান্নান মাসউদ লিখেছেন, ‘চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছে। লোহাগড়ায় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে।’ 

এনসিপির এ নেতা আরও লেখেন, ‘যেমন লীগ গত ১৬ বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্যে আপনারাও অপেক্ষা করুন।’

শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা।

এর প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে, এ সময় চকরিয়ায় এনসিপির একটি মঞ্চ ভাঙচুর করা হয়। এ ছাড়া এনসিপির নেতা-কর্মীদের বান্দরবানে যাওয়ার পথ রোধ করেন তারা। 

এনসিপির সমাবেশের পর কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকেও একটি বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। 

এ বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহেমুর রহমান বলেন, ‘বিএনপির এ রকম একজন শীর্ষস্থানীয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় আমরা আহত হয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের বক্তব্য জাতীয়তাবাদী চেতনার মানুষকে অপমান করার শামিল।’

কক্সবাজারের বিএনপি নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূফ বদরী। হামলার পর এনসিপি নেতা-কর্মীরা পুলিশ নিরাপত্তায় রয়েছেন বলে জানান দলটির নেতা এসএম সুজাউদ্দিন। 

এ ঘটনার পর থেকে চকরিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

এর আগে গত বুধবার গোপালগঞ্জে হামলার মুখে পড়েন এনসিপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। পরে জেলাজুড়ে কারফিউ জারি করে প্রশাসন।

মন্তব্য করুন


Link copied