আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

এনসিপির নিবন্ধন ১৫ জুনের মধ্যে সম্পন্ন হবে: সারজিস

সোমবার, ৯ জুন ২০২৫, দুপুর ০৪:৪৮

Advertisement

পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সব সময় দেখে এসেছি, নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়। কালো টাকা, পেশী শক্তির ব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।’

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত সময়ে নির্বাচনে দেখেছি, ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা থেকে শুরু করে এই ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে না দেখি। সে ক্ষেত্রে সরকারকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না।’

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আপনাদের মত আমরাও একটু আগেই জেনেছি আবদুল হামিদ উনি দেশে এসেছেন। আমরা আমাদের জায়গা থেকে এটাই বলব যে অর্ন্তবর্তী সরকার অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার। অবশ্যই যারা এতদিন ধরে আওয়ামী লীগ ও হাসিনার দোসর ছিল,  তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে। তাদের সামগ্রিক বিষয়গুলোতে অর্ন্তবর্তী সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটি যেন আইনগত প্রক্রিয়ায় হয়। আমরা এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা পর্যবেক্ষণ করছি। আমরা বিশ্বাস করি তারা অন্তত এই সকল প্রশ্নে তাদের জায়গা থেকে শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন।’

সারজিস আলম বলেন, ‘আমরা প্রত্যাশা করছি নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন সেটির আবেদন করার যে প্রক্রিয়া তা আমরা ১৫ তারিখের মধ্যেই সম্পন্ন করতে পারব। এ জন্য ১০০টি উপজেলা এবং ২২টি জেলায় কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। আমাদের অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে। যথাসময়ে যে প্রক্রিয়া রয়েছে তা অনুসরণ করে অন্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করব।’ 

চা চক্রে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির দেবীগঞ্জ, সদর ও বোদা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied