আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

এমপি'র একান্ত সচিবের গালে কষে চড় মারলেন সাবেক হুইপ (ভিডিও)

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, সকাল ০৯:৫০

Advertisement Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: দিনাজপুরের চিরিরবন্দরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের প্রাক্কালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর সহকারী একান্ত সচিব (এপিএস এর) গালে কষে চড় মারলেন সাবেক হুইপ মিজানুর রহমান মানু। 

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দিনাজপুর (চিরিরবন্দর খানসামা)'-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপির মনোনয়নপত্র দখিলের আগ মুহূর্তে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘটনা ঘটে। এনিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু। তার বক্তব্যের সময় পেছন থেকে কিছু একটা বলে উঠেন আবুল হাসান মাহমুদ আলী এমপি'রসহকারী একান্ত সচিব(এপিএস) সালাউদ্দিন। এ সময় পেছনে ঘুরে মিজানুর রহমান মানু এপিএস সালাউদ্দিনের গালে কষে চড় মারেন। বিষয়টি অনেকে পরিলক্ষিত করেন। কিছু বুঝে ওঠার আগেই সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নেন, আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এ প্রসঙ্গে সাবেক হুইপ মিজানুর রহমান মানুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, 'অশালীন মন্তব্য করায় এ ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রতি শ্রদ্ধেয় জ্ঞাপনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছিলাম। এ সময় বর্তমান এমপির একান্ত সচিব (এপিএস) পেছন থেকে অশালীন মন্তব্য করেন। অহেতুক কথাবার্তা বলেন। তা সহ্য করতে না পেরে গালে কষে একটা চড় মেরেছি। একান্ত সচিবরা এসব সাহস পায় কিছু লোকের কারণে।'

এ বিষয়ে সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর এপিএস সালাউদ্দিন বলেন, 'তেমন কিছু নয়।এটা আমাদের মধ্যেই। উনি সম্ভবত আমাকে ভুল বুঝেই একটু উত্তেজিত হয়ে গেছিল। পরে অবশ্য তিনি স্যারি বলেছেন। এটা তেমন কিছু নয়।'

মন্তব্য করুন


Link copied