আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

এসএসসিতে গণিতে ‘এ’ প্লাস না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, রাত ০১:৪০

Advertisement

নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় গণিতে ‘এ’ প্লাস না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে এবং স্থানীয় আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। এ বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং প্রায় সব বিষয়ে ‘এ’ প্লাস পেলেও গণিতে ‘এ’ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর সুমাইয়া কাঁদতে কাঁদতে মায়ের কাছে জানায়—সে গণিতে ‘এ’ প্লাস পায়নি। সে নিজেকে ব্যর্থ মনে করে প্রচণ্ড কষ্টে পড়ে যায়। পরে সে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা যখন দুপুরের খাবারের জন্য ডাকতে যান, তখন দেখেন সুমাইয়া ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। পরে পরিবারের সদস্য দ্রুত নামিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ফুফাতো ভাই সেলিম রেজা জানান, সুমাইয়া অত্যন্ত মেধাবী ছিল। ওর স্বপ্ন ছিল গোল্ডেন ‘এ’ প্লাস পাওয়া। গণিতে ‘এ’ প্লাস না পাওয়ায় ও নিজেকে ব্যর্থ মনে করছিল। আমরা ভাবতেও পারিনি সে এমন একটা সিদ্ধান্ত নেবে।

এ ব্যাপারে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied