আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

কখনও ভাবিনি নারীদের অধিকার এত সহজে হারাবে- আফগান নারীদের প্রসঙ্গে মালালা

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, বিকাল ০৫:৩৭

Advertisement Advertisement

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানে তালেবানের শাসন পুনরায় প্রতিষ্ঠার পর মহিলাদের অধিকার কত দ্রুত হ্রাস পেয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। তিনি তার মানবাধিকারকর্মী হিসেবে ব্যক্তিগত যাত্রার কথা শেয়ার করেছেন এবং তালেবানের কঠোর বিধিনিষেধগুলোর কথা উল্লেখ করেছেন, যা আফগান নারীদের দমন ও নিঃশব্দ করেছে বলে উল্লেখ করেন। মালালা ব্রেড অ্যান্ড রোজেস নামের একটি ডকুমেন্টারি সহ-প্রযোজনা করেছেন, যা তালেবানের দমননীতির বিরুদ্ধে দাঁড়ানো আফগান নারীদের গল্প তুলে ধরবে। এই ছবিটি সচেতনতা বাড়ানোর পাশাপাশি আফগান নারীদের অধিকার পুনরুদ্ধারে বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান জানায়।

মালালা তালেবানের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্কিত। পাকিস্তানে ২০১২ সালে স্কুল বাসে বসে থাকা অবস্থায় তালেবানের একজন বন্দুকধারী তাকে গুলি করে।

২০১২ সালের এই ঘটনার পর থেকেই মালালা সমতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন। আফগানিস্তানে পরিবর্তনের গতি তাকে অবাক করেছে।

তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণ
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণ করে। এর আগে ২০০১ সালে ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি অভিযান তাদের ক্ষমতা থেকে উৎখাত করেছিল।
তালেবান ক্ষমতায় ফেরার তিন বছরেরও কম সময়ে 'নৈতিকতা আইন' প্রণীত হয়, যার ফলে মহিলারা বহু অধিকার হারিয়েছে।

কঠোর পোশাক বিধান অনুযায়ী, মহিলাদের সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হয়। তাদের পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ করা নিষিদ্ধ, এমনকি রক্তের সম্পর্ক বা বিয়ের সম্পর্ক না থাকলে কোনো পুরুষের দিকে তাকানোও নিষিদ্ধ।
'এই বিধিনিষেধগুলো এতটাই চরম যে তা কারো কাছেই বোধগম্য নয়,' বলেন মালালা।

জাতিসংঘ এ নিয়মগুলোকে 'লিঙ্গ বিভাজন' বলে অভিহিত করেছে। এটি এমন একটি ব্যবস্থা যেখানে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য লিঙ্গের ভিত্তিতে ঘটে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চায় এটি আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ হিসেবে স্বীকৃত হোক।

শিক্ষা হারিয়ে মহিলাদের অধিকার খর্ব
মালালা বলেন, 'তালেবান জানে, মহিলাদের অধিকার কেড়ে নিতে হলে শিক্ষার মতো মূল বিষয় থেকে শুরু করতে হয়।'
জাতিসংঘের মতে, তালেবান ক্ষমতা গ্রহণের পর ১০ লাখেরও বেশি মেয়ে স্কুলে যেতে পারছে না। ২০২২ সালে ১ লাখ নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেওয়া হয়।
এছাড়া, শিক্ষা ব্যবস্থার অভাবে শিশুবিবাহ ও গর্ভকালীন মৃত্যু বেড়ে যাওয়ার বিষয়টিও লক্ষ্য করা গেছে।

'ব্রেড অ্যান্ড রোজেস' চলচ্চিত্রে আফগান মহিলাদের জীবন
মালালা সম্প্রতি একটি নতুন চলচ্চিত্রে কাজ করেছেন। 'ব্রেড অ্যান্ড রোজেস' নামক এই ডকুমেন্টারিতে তালেবান শাসনের অধীনে তিন আফগান মহিলার জীবনের চিত্র তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আফগান চলচ্চিত্র নির্মাতা সাহরা মানি। এতে জেনিফার লরেন্সও একজন প্রযোজক হিসেবে যুক্ত আছেন।
মালালা বলেন, 'এই চলচ্চিত্র কেবল তিন মহিলার গল্প নয়, বরং ২ কোটি আফগান মেয়ে ও মহিলার গল্প, যাদের কণ্ঠ আমাদের কাছে পৌঁছায় না।'

চলচ্চিত্রটি ২২ নভেম্বর থেকে অ্যাপল টিভি+ এ প্রচারিত হবে।

মন্তব্য করুন


Link copied