আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

কিশোরীগঞ্জে নিতাই উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে অভিযোগ বর্তমান সভাপতির

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩, বিকাল ০৬:৪২

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় নিতাই উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগ করেছেন বর্তমান সভাপতি। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার শিক্ষার্থীরা। 
বৃহস্পতিবার(১৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের বাগানবাড়ি নামক একটি পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওই বিদ্যালয়ে বর্তমান সভাপতি মো. মাইদুল আরেফীন ওরফে নিয়াজ চৌধুরী। 
তিনি অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি তৌহিদুর রহমান দীর্ঘদিন দায়িত্বে থেকে বিদ্যালয়ে নানা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। চলতি বছরের ২৭ এপ্রিল এডহক কমিটিতে সভাপতির দায়িত্বে আমি এসে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফেরানোর পাশপাশি শৃঙ্খলা ফেরাতে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করি। এতে ইর্ষান্বিত হয়ে আবারো বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারায় নানা অপকর্মে লিপ্ত হয়েছেন তিনি’। তিনি উল্লেখ করে বলেন, নিয়মমাফিক নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও সাবেক সভাপতি (তৌহিদুর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মিথ্যা অভিযোগ দায়ের দায়ের করেছেন। এমনকি প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীর মাধ্যমে বিদ্যালয় ও আমাকে ঘিরে অশালীন বিভিন্ন কথাবার্তা লিখে ফেসবুকে পোস্ট করান। ওই শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরে পরে তার ভুল স্বীকার করেছেন। এমনকি তিনি লোকজন লেলিয়ে দিয়ে আমার বাড়িতে হামলার চেষ্টা চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেটিতেও ব্যর্থ হয়ে আমাকে ফাসাতে রাতে দুর্বৃত্তের মাধ্যমে বিদ্যালয়ের সাতটি গাছ কেটে নিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা করেছেন প্রধান শিক্ষক। এসব বিষয়ে বিভিন্ন সাংবাদিকদের ভুল বুঝিয়ে বিভিন্ন গণমাধ্যমে রির্পোট প্রকাশ করান। সব শেষে তৌহিদুর নিজের একটি গাড়ি (কার) নিজেই ভেঙ্গে আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা একটি মামলা দায়ের করেন। 
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, এলাকাবাসী ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান আলী, এলাকার সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. শওকত হোসেন প্রমুখ।
এসব বিষয়ে কথা বলার জন্য সাবেক সভাপতি তৌহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 
এবিষয়ে কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই- আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি। এবিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

মন্তব্য করুন


Link copied