আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ভুটানি বিনিয়োগকারীরা

শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, রাত ১০:২০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে সেখানে বিনিয়োগ করতে আগ্রহী ভুটানের বিনিয়োগকারীরা। তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য কারখানায় বিনিয়োগ ও উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করতে চান।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এসময় তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির ওপর জোর দেন।

এসময় প্রধান উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানান। এছাড়াও, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উত্তরে ভুটানের জন্য নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী জানান, ভুটানি বিনিয়োগকারীরা ওই অর্থনৈতিক অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য কারখানায় বিনিয়োগ করতে চান। তারা উৎপাদিত পণ্য আঞ্চলিক দেশগুলোতে রপ্তানি করবেন।

এছাড়া, তিনি বাংলাদেশের কাছ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক্যাল ক্যাবল ইন্টারনেট সংযোগের অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ড. ইউনূস বলেন, ভুটানের শিক্ষার্থীদের বিশেষ করে মেডিকেল স্কুল স্নাতকদের জন্য বাংলাদেশ আরও শিক্ষার সুযোগ দিতে আগ্রহী।

ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান পদ গ্রহণ করায় অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বঙ্গোপসাগর ভিত্তিক এই আঞ্চলিক জোটে নতুন গতি সঞ্চার হবে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied