আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সী শিশুর লাশ মিলল দুধকুমার নদে

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, রাত ০৮:৩৬

Advertisement Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি।। অবশেষে খোঁজ মিলল কুড়িগ্রামের দুধকুমার নদীতে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু কাইফার। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয় খারুয়ারপাড় গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুধকুমার নদীতে ভেসে ওঠা অবস্থায়।
 
গতকাল (বুধবার) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খারুয়ারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় কাইফা। সে ওই গ্রামের মাসুদ রানার একমাত্র কন্যা।
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পরপরই কাইফাকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। স্থানীয়ভাবে মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি। বাড়ির পাশ দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর প্রবল স্রোতের দিকেই তখন সন্দেহ প্রকাশ করেছিলেন স্থানীয়রা।
 
বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল এসে ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।
 
বৃহস্পতিবার  সকালে স্থানীয় এক নারী নদীর ঘাটে কাপড় ধুতে গিয়ে প্রথম দেখতে পান পানিতে কিছুর ভেসে যাওয়া। পরে কাছে গিয়ে দেখা যায়, সেটি একটি শিশুর নিথর দেহ—যা সনাক্ত করা হয় নিখোঁজ কাইফা হিসেবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবার ও ফায়ার সার্ভিস সদস্যরা।
 
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা  সাংবাদিকদের জানান, , “দুধকুমার নদীর তীব্র স্রোতের কারণে শিশুটি নিখোঁজ স্থান থেকে অনেক দূরে ভেসে গিয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, খোলা নদীঘাট এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে এখন আরও সতর্ক হওয়া দরকার।
 
শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied