আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫ ● ১ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

আড়াই ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত উপ-উপাচার্য

চাকসু নির্বাচন
আড়াই ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত উপ-উপাচার্য

চাকসুর ভিপি, জিএসসহ ২৬ পদের ২৪টিতে জয়ী শিবির

চাকসুর ভিপি, জিএসসহ ২৬ পদের ২৪টিতে জয়ী শিবির

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, এসআইয়ের স্ত্রীসহ নিহত ২

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, এসআইয়ের স্ত্রীসহ নিহত ২

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দালাল চক্রের ৫ জন গ্রেফতার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, রাত ০৮:০৪

Advertisement

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে দালাল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
 
সোমবার (১৪ অক্টোবর) রাতে এবং মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর হাসপাতালপাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), মো. নুর হোসেন, মো. রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০), সরদারপাড়া এলাকার মো. মারুফ মিয়া (৪০) এবং মো. ফরিদুল ইসলাম পলাশ (৩৪)। কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের সমন্বিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান সাংবাদিকদের  বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বেড়ে যাওয়ায় এবং সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের অভিযানে পাঁচজন দালালকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালটি শতভাগ দালালমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।”
 
এর আগে, গত ১৪ অক্টোবর রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক জাহিদ হাসান ও সংগঠনের কয়েকজন নেতা হাসপাতালে উপস্থিত হয়ে এক দালালকে হাতে-নাতে ধরেন। পরে তারা দালালকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন।তবে ওই সময় দালাল চক্রের আরও ২০–২৫ জন সদস্য সেখানে হামলা চালিয়ে জাহিদ হাসান, যুবশক্তির সংগঠক রাশেদুল ইসলাম রুকুসহ উপস্থিত নেতাকর্মীদের ওপর মারধর করে এবং আটক দালালকে ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন


Link copied