আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

কুড়িগ্রামে কচ্ছপ গ‌তি‌তে চল‌ছে পাউবোর ডা‌ম্পিং, ভি‌টেমা‌টি হারা‌চ্ছেন মানুষ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, দুপুর ০৩:১৬

Advertisement

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি: কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন অব‌্যাহত র‌য়ে‌ছে। ফ‌লে প্রতি‌দিন ভি‌টে মা‌টি হারা‌চ্ছেন মানুষজন। কিন্ত সরকার ভাঙন রো‌ধে কার্যকরী পদ‌ক্ষেপ নি‌লেও সময় ম‌তো সে‌টি বাস্তবায়ন না হওয়ায় ভাঙন কব‌লিত মানুষজ‌নের মা‌ঝে ক্ষোভ দেখা গে‌ছে।


স্থানীয়‌দের অ‌ভিযাগ, শুষ্ক মৌসু‌মেও নদী ভা‌ঙে। কিন্তু তখন পাউবো দৃশ‌্যমান কোনো কাজ ক‌রে না। এখন বর্ষা মৌসু‌মে জিও ব‌্যাগে বালু ভ‌র্তি করা হ‌লেও সে‌টি ডা‌ম্পিং‌য়ের ধীরগ‌তি পা‌নি উন্নয়ন বো‌র্ডের।


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার উলিপুর উপজেলার তিস্তা অববাহিকার দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নে ভাঙন দেখা দিলেও শুধুমাত্র থেতরাই ও বজরা ইউনিয়নের ১৩টি স্পট ভাঙনের সম্ভাবনা দেখিয়ে প্রকল্প হাতে নিয়েছে তারা। এজন্য বরাদ্দ করা হয়েছে ১৭ কোটি ৫৩  লাখ টাকা। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ১৩টি গ্রুপের মধ্যে ভাগ ক‌রে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিলেও তারা শুধু জিও টেক্সটাইল ব্যগে বালু ভর্তি করে সারি সারি রেখেছেন। এসব ভাঙন কবলিত এলাকায় প্রায় দুই লাখ ৭০ হাজার বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করা হবে বলে কুড়িগ্রাম পাউবো জানি‌য়ে‌ছে।


জানা গেছে, থেতরাই ইউনিয়নের কুমারপাড়া ও বামনপাড়া এলাকার ৯০০ মিটার ও বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট থেকে কালপানি বজরা পর্যন্ত ২১০০ মিটার চিহ্নিত ক‌রে ভাঙন কবলিত এলাকার জন্য দুই লাখ ৭০ হাজার জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং কার্যক্রম চলমান রয়েছে।  


সরেজমিনে দেখা গে‌ছে, থেতরাই ইউনিয়নের কুমার পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সারি সারি বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ। কবে ডাম্পিং করা হবে তাও নিশ্চিত না ভাঙন কবলিত এলাকার মানুষ। পাশেই ডাম্পিং করা জিও টেক্সটাইল ব্যাগের কাছ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ফলে এসব এলাকা আবারও ভাঙনের কবলে পরতে পারে বলে এলাকার মানুষজন জানান।


নদী তীরবর্ত‌ী এলাকার বা‌সিন্দা গওছর মিয়া, ছাত্তার আলী, মোয়া‌জ্জেমসহ একা‌ধিক বা‌সিন্দার অ‌ভি‌যোগ, ভাঙনের তীব্রতা বাড়লে এসব জিও ট্রেক্সটাইল ব্যাগ ডাম্পিং করেও কো‌নো কা‌জে আস‌বে না। ফ‌লে সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যা‌বে। বছরের পর বছর এসব প্রকল্প বাস্তবায়ন করা হলেও শত শত মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন প্রতিবছর।
বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকার শ‌হিদুল ইসলাম, আব্দুর র‌শিদ জানান, ভাঙন চল‌তে‌ছে। কিন্তু পা‌নি উন্নয়ন বোর্ড সময়ম‌তো জিও ব‌্যাগ ডা‌ম্পিং কর‌ছে না। বন‌্যার সময় এসব ব‌্যাগ দি‌লে কোনো কাজেই আস‌বে না। ‌সেই ব‌্যা‌গে আবার নদীর পার কে‌টে ভরাট কর‌ছে তারা। এসব বল‌লেও শোনে না।
এ বিষ‌য়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, পানি বেড়ে যাওয়ায় ডাম্পিং কার্যক্রমে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আশা করছি দ্রুত এসব এলাকায় ডাম্পিংসহ অন্য কাজগুলো শেষ হবে। 

মন্তব্য করুন


Link copied