আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

কুড়িগ্রামে তেপান্ন বছরের মহিলার ঘরে যুবক, মহিলার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

সোমবার, ২৮ জুলাই ২০২৫, রাত ১০:২৫

Advertisement Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তেপান্ন বছরের এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি সে অসুস্থ হয়ে মারা গেছে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। রহস্যের জট খুলতে পুলিশ অবশেষে লাশের ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ছিনাই ইউণিয়নের মীরের বাড়ি বাঙ্গালপাড়া গ্রামের মৃত নুরল হকের স্ত্রী রোকেয়া বেগম(৫৩) রোববার সকালে ঘুম থেকে না উঠায় তার বড় মেয়ে শয়ন ঘরের দরজা ভেঙ্গে অসুস্থ অবস্থায় তাকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় মারা যায়। এদিকে বিকালে ওই মৃত মহিলার শয়ন ঘরে বাক্স থেকে এক যুবক বের হওয়ার সময় বাড়ির লোকজন তাকে হাতে-নাতে আটক করে। আটক যুবকের নাম মিতুল রায়(২০)। সে পার্শ্ববর্তী ছত্রচিৎ গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম। এলাকাবাসী মৃত মহিলার সাথে আটক যুবকের নানী-নাতি বলে জানান। তবে কি কারণে ওই যুবক ওই ঘরের ভিতরে লুকিয়ে ছিল তা জানাতে পারেনি এলাকাবাসী। তবে এলাকাবাসী ধারনা করছেন রোকেয়া বেগমের মৃত্যুর পিছনে ওই যুবকের হাত রয়েছে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে গ্রেফতার করে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। সেই সাথে আটক যুবক মিতুল রায়কে সন্দেহভাজন উল্লেখ করে সাধারণ ডায়রি দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে বলে থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আটক যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছেন তেপান্ন বছরের ওই মহিলার সাথে তার অবৈধসম্পর্ক ছিল। তাই ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই ঘটনার প্রকৃত মোটিভ জানা যাবে।

মন্তব্য করুন


Link copied