আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

কুড়িগ্রামে নেই করোনা নমুনা পরীক্ষার কিট, ঝুঁকিতে স্বাস্থ্যকর্মীরা

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, বিকাল ০৬:৩৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: নতুন করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়লেও কুড়িগ্রাম জেলায় নেই নমুনা পরীক্ষার কিট। এমনকি নমুনা সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামও নেই।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকন।

সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় থাকা করোনা পরীক্ষার কিট ও অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে এগুলো দিয়ে নমুনা পরীক্ষা করা সম্ভব নয়। এতে সঠিক ফলাফল না পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন।

সূত্র আরও জানিয়েছে, এরই মধ্যে নতুন কিট ও সুরক্ষা সরঞ্জামের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে এখনো এসব সামগ্রী কুড়িগ্রামে এসে পৌঁছায়নি।

এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবের অবকাঠামো নির্মাণ করা হলেও সেখানে নেই নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল। ফলে ল্যাবটি চালু করা যাচ্ছে না।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘করোনা টেস্ট কিটসহ অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। নতুন করে চাহিদা পাঠানো হয়েছে।’ পিসিআর ল্যাব প্রসঙ্গে তিনি বলেন, ‘ল্যাবের অবকাঠামো প্রস্তুত হলেও সেখানে এখনো কোনো যন্ত্রাংশ ও জনবল নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ল্যাবটি চালু করা সম্ভব হবে।’

মন্তব্য করুন


Link copied