আর্কাইভ  মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

এআই-ভিত্তিক অপব্যবহার প্রতিরোধে কতটা প্রস্তুত ইসি?

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

অপরাধের ‘স্বর্গরাজ্য’ মোহাম্মদপুর, ‘আস্তানা’ জেনেভা ক্যাম্প

কুড়িগ্রামে বাসে আগুন

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫, দুপুর ০৪:১৫

Advertisement

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে বাসের প্রায় সবকটি সিট পুড়ে ছাই হয়ে গেছে। 

স্থানীয়রা জানান, আহসান এন্টারপ্রাইজের একটি বাস ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে তাদের সিটের খুঁটি ভেঙে যাওয়ায় মিস্ত্রি দিয়ে ঝালাইয়ের কাজ করছিল। একপর্যায়ে হঠাৎ বাসটিতে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে ফোন দিলে  নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণেই আগুনে বাসের বেশির ভাগ ছিট পুড়ে ছাই হয়ে যায়।

আহসান এন্টারপ্রাইজের বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম বলেন, বাসটির সিটের খুটি ভেঙে গেছে। সেটা মিস্ত্রি ঝালাই করছিল। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সিটে পড়েছে। সেটা আসতে আসতে আগুনে রূপান্তরিত হয়ে বাসে আগুন লেগেছে। এতে বাসটির সব কয়টি সিট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ডাক্টরসহ মিস্ত্রি ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এ সময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে। 

মন্তব্য করুন


Link copied