আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

সোমবার, ১ জুলাই ২০২৪, সকাল ০৭:৩০

Advertisement

কুড়িগ্রাম: কু‌ড়িগ্রা‌মের রাজারহাটে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে বাবা-ছেলেসহ তিনজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার সন্ধ্যা সা‌ড়ে সাতটার দি‌কে উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের অর্জুন লালমস‌জিদ এলাকার আবু তা‌হের (৫৫) ও তার ছে‌লে রা‌সেল মিয়া (১৭) মারা যান। বিষয়‌টি নি‌শ্চিত কর‌ছেন দলদ‌লিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী। 

অপরদিকে রাজারহাটে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আজাদ আলী (৫৫) নামের এক ব্যক্তি।

এ ঘটনা নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসানুল করিম। তি‌নি জানান, সন্ধ্যায় রা‌সেল মিয়া বা‌ড়ির বৈদ্যুতিক বোর্ডের কাজ কর‌ছিল। এ সময় সে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হ‌লে চিৎকার দেয়। তাকে বাঁচাতে যান বাবা আবু তা‌হে‌র। দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লে মারা যান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষয় আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।

এদি‌কে রোববার বি‌কাল সা‌ড়ে পাঁচটার দি‌কে রাজারহাট উপ‌জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অ‌টো‌রিকশাচালকের মৃত্যু হয়। তার নাম আজাদ আলী। তি‌নি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ পূর্বটারী গ্রামের বাবর আলীর ছেলে। বি‌কালে আজাদ তার অটোরিকশা‌টি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রাজারহাট উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত‌ ঘোষণা ক‌রেন। 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে রাজারহাট উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) আহসানুল ক‌রিম ব‌লেন, হাসপাতা‌লে আনার আগেই তার মৃত্যু হ‌য়ে‌ছে।

মন্তব্য করুন


Link copied