আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

কেন লাল কাপড়ের ঢাকা পড়ে আছে আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?

বুধবার, ৩০ জুলাই ২০২৫, রাত ১২:০০

Advertisement Advertisement

ফারহানা ইয়াসমিন: উদ্বোধন করার একদিন পরেই শিক্ষার্থীরা ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ স্মরণে নির্মিত মেমোরি স্ট্যাম্প লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন।
 
শহীদ আবু সাইদের স্মরণে তৈরিকৃত মেমোরি স্ট্যান্ড ভাঙ্গার কারণ জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, গত ১৬ জুলাই শহীদ আবু সাঈদ এর প্রথম শাহাদাৎ বার্ষিকীতে তার পিতা মকবুল হোসেন ও ইউজিসি চেয়ারম্যান ফয়েজ আহমেদ সহ কয়েকজন কর্মকর্তা মেমোরি স্ট্যাম্পের লাল কাপড় উন্মোচন করেন ।ওই শিক্ষার্থী আরো বলেন, ওই স্ট্রিট স্ট্যান্ডে শহীদ আবু সাঈদের বিপ্লবী ভূমিকা কে বিকৃত করা হয়েছে। যারা এইরকম ইতিহাস বিকৃত কাজের জন্য দায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 
 
আবার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জানান, মেমোরি স্ট্যান্ড টিতে যে বক্তব্য তুলে ধরা হয়েছিলো সেখানে ইতিহাসের বিকৃতি হয়েছে। তিনি আরো জানান, তারা প্রশাসনকে জানিয়ে এবং তাদের সাথে নিয়েই লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল স্ট্যান্ড টি।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এর সঙ্গে কথা বললে তিনি জানান, যত দ্রুত সম্ভব তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

লেখক: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

 

মন্তব্য করুন


Link copied