আর্কাইভ  বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫ ● ৫ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয়: অ্যামনেস্টি

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

দণ্ডিত ব্যক্তির বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএর

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

রায় এবং সাজা মৌলিক সত্যকে পুনঃনিশ্চিত করেছে : প্রধান উপদেষ্টা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

‘অন্তরটা ঠান্ডা হৈল’! হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি আবু সাঈদের বাবা

ক্লাউডফ্লেয়ারে ত্রুটি, ডাউন ছিল বিভিন্ন ওয়েবসাইট

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, রাত ১০:০৯

Advertisement

নিউজ ডেস্ক: ওয়েবসাইটের অবকাঠামো ও কনটেন্ট সরবরাহকারী কোম্পানি ক্লাউডফ্লেয়ারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। এ কারণে বেশ কয়েক ঘণ্টা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। 

বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর থেকে এই ত্রুটি দেখা দেয়। সংবাদভিত্তিক ওয়েবসাইটের পাশাপাশি এক্স (আগের টুইটার) ও চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহারও ব্যাহত হয়। সেগুলোতে প্রদর্শন করা বার্তায় বলা হয়, ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি দেখানো যাচ্ছে না।

ক্লাউডফ্লেয়ার হলো ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি সাইবার আক্রমণ থেকে ওয়েবসাইটগুলোকে রক্ষা, ওয়েবসাইটের কনটেন্ট ব্যবহারকারীর কাছে সরবরাহও নিশ্চিত করে। এ ছাড়া, কোনো ওয়েবসাইটের ভিজিটর মানুষ নাকি বট সেটি শনাক্তের পরিষেবাও দেয় তারা।

কোম্পানিটির বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, মঙ্গলবার হঠাৎ করেই ক্লাউডফ্লেয়ারের একটি পরিষেবায় অস্বাভাবিক ট্রাফিক তৈরি হয়। তখন থেকেই সমস্যার শুরু। তাৎক্ষণিক এর কারণ জানা যায়নি। 

ক্লাউডফ্লেয়ারের দাবি, বিশ্বের প্রায় ২০ শতাংশ ওয়েবসাইট কোনো না কোনো সেবা ব্যবহার করে। মঙ্গলবারের ত্রুটির কারণে বিশ্বে কতগুলো ওয়েবসাইট ডাউন ছিল তা জানা যায়নি। কোনো ওয়েবসাইট ডাউন হওয়ার তথ্য তুলে ধরে ‘ডাউন ডিটেক্টর’ নামের একটি প্ল্যাটফর্ম। ক্লাউডফ্লেয়ারের ত্রুটির কারণে তাদের ওয়েবসাইটও নিষ্ক্রিয় ছিল। 

গত মাসে অ্যামাজনের ওয়েব সার্ভিসেও কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে ক্যানভা, ডুয়োলিঙ্গোসহ এক হাজারের বেশি ওয়েবসাইট ও অ্যাপ অফলাইনে চলে যায়। এর কিছুদিন পর মাইক্রোসফটের ওয়েব সার্ভিস অ্যাজিওরেও সমস্যা দেখা দিয়েছিল।

মন্তব্য করুন


Link copied